কিন্তু ছায়াপথে খুঁজে না আলো স্যুটেড বুটেড মানুষ
কবিতায় সমাজ-বাস্তবতা, বহির্মুখী প্রচারণার চলমান সময়ে আন্তর্জাতিক ও জাতীয় গতিময় সংকটে আত্মজিজ্ঞাসার অভিপ্রায়ী অন্তর্মুখী কবি ও কবিতার সংখ্যা খুবই কম। আধুনিকুত্তর বাংলা কবিতায় বৈশ্বিক অস্থিরতার প্রভাবও যে আবশ্যিকতার দাবি রাখে তা কবি সাজিদুল হক এর "আততায়ীর অপেক্ষায়" পাঠ পরবর্তী উপোলদ্ধি। কবিতা লেখা যে শুধুমাত্র ভাবাবেগ ও বৈকরণিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না তা অনেকখানি স্পষ্ট করে দিয়েছে এই গ্রন্থটি। সুন্দর সময়ে লিখিত কবিতায় উপকরণ হিসেবে পেতে অভ্যস্ত প্রেম,কাম ও নারী আর দুঃখের সময়ে বিপ্লব-প্রতিবিপ্লব। বাংলা কবিতায় এই প্রতিবিপ্লবের গোড়াপত্তন বিহারীলালকে দিয়ে। তিনিই প্রথম অনুষংগে এনেছেন প্রবাহমান ধারা থেকে ভিন্নতা। তিনিই সাবজেক্টিভ ঘরনার কবিতা চর্চায় এগিয়ে আসেন প্রথম । বাংলা কবিতার ইতিহাসে বৈকরণিক রীতি ভেংগে গদ্য কবিতার সূচনায় রবীন্দ্রনাথের নাম আসলেও বিস্তৃতি পায় জীবনানন্দকে দিয়ে । নিভৃতচারী গত হওয়া এই কবি এখনো বেঁচে আছেন পাঠকের মগজে। সময় এখানেই পরাজিত। কবি সাজিদুল হক এই পরাজিত সময়ের কাছে সৌপর্দ করেছেন আর্তনাদ। "মহাদেশ ঘুরে পুঁতে রাখা নোঙরের সন্ধানে ব্যস্ত দিকভ্রান্ত অভিযাত্রিক